মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ম্যাচ জিতে পাওয়া কোটি টাকা দাবানলে ক্ষতিগ্রস্তদের দান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ম্যাচ জয়ের পুরো অর্থই লস অ্যাঞ্জেলসে সংঘঠিত দাবানলে ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেছেন টেলর ফ্রিটজ। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার জন্ম দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর রানচো পালোস ভেরদেসে। দাবানলের ভয়াবহতা স্বচক্ষে দেখেই তিনি অস্ট্রেলিয়ান ওপেনে গিয়েছিলেন। তাই আর চুপ থাকতে পারলেন না।

আজ বৃহস্পতিবার মেলবোর্ন পার্কের মার্গারেট কোর্ট অ্যারেনায় আজ চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১, ৬-০ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ফ্রিটজ। এই ম্যাচ জয়ে তিনি ৮২ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ ৯৪ হাজার টাকা। এই অর্থের পুরোটাই তিনি দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দান করার ঘোষণা দিয়েছেন। তার এমন ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত দর্শকরা।

ফ্রিটজ বলেছেন, ‘প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস অ্যাঞ্জেলেসের ত্রাণ তহবিলে দান করে দিতে যাচ্ছি। আমার বাড়ি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবং লস অ্যাঞ্জেলেসে আমি অনেক দিন থেকেছি। সেখানকার ভুক্তভোগীদের জন্য আমি অন্তত এটুকু করতেই পারি। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যা করা সম্ভব, আমি সেটাই করেছি। অন্য কেউ এগিয়ে আসতে চাইলে তাঁকেও উৎসাহিত করছি। কারণ, বহু মানুষের এই সাহায্যের প্রয়োজন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত