বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বলিউডে ১১ বছর, নতুন সিনেমায় কোন চরিত্রে তাপসী পান্নু?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

বলিউডে ১১ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ এ পথচলায় নানা বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন তিনি। তবে নেপোকিড না হয়েও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন তাপসী। ব্যস্ত সময় পার করছেন গান্ধারি সিনেমার শুটিংয়ে। 

তাপসী তার নারীকেন্দ্রিক চরিত্রগুলোর মাধ্যমে নিজেকে অদ্বিতীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয় দক্ষতার মাধ্যমে দেখিয়েছেন প্রধান অভিনেত্রী হওয়ার মানে কী। পিংক, থাপ্পড়, বদলা এবং নাম শাবানার মতো সিনেমায়। এ ছাড়া নেটফ্লিক্সে মিস্ট্রি থ্রিলার ‘হাসিন দিলরুবা’য় তার অভিনয় মন জয় করে নিয়েছে।

এদিকে ‘গান্ধারি’তে মেয়েকে উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে দেখা যাবে এক মাকে। তার এ যাত্রার মাঝে প্রতিশোধ ও মুক্তির বিষয়গুলো ফুটে উঠবে। নির্মাতা দেবাশীষ মাখিজা সিনেমার চরিত্রগুলো গোপন রেখেছেন। ফলে তাপসী কোন চরিত্রে অভিনয় করছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত