সতীর্থের কাছ থেকে পাওয়া প্রশংসা যে কারও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক এমনই এক সতীর্থ পেয়েছেন, যে নাকি কখনই প্রশংসা করে না। সেই রিয়াল সতীর্থ অ্যান্টনিও রুডিগারকে এবার তিনি গোল উৎসর্গ করলেন। সংবাদ সম্মেলনে রুডিগারের প্রশংসা না করার মানসিকতারই প্রশংসা করছেন এই ব্রাজিলিয়ান।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন এনদ্রিক। রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার চতুর্থ গোল। রিয়ালের ৫ম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।Antonio Rüdiger
ম্যাচ শেষে আন্তোনিও রুডিগারকে নিয়ে এনদ্রিক বলেন, ‘আমি প্রতিদিনই কঠোর পরিশ্রম করি। আজ আমার গোল দুটি আন্তোনিও রুডিগারের জন্য। আমার জন্য প্রতিদিন সে কী করে, সেটা সে নিজেও জানে! সে কখনোই আমার প্রশংসা করে না এবং সেটা দারুণ ব্যাপার! সে আমাকে বলে- গোল করতে, মাঠজুড়ে ছুটতে আর লড়াই করতে কী কী করা দরকার। গতকাল অনুশীলনে সে আমাকে কঠিন লড়াইয়ে ফেলেছিল।’
এনদ্রিক আরও বলেছেন, ‘রুডিগার অসাধারণ একজন মানুষ। আমার গোল দুটি তার জন্য। রিয়াল মাদ্রিদের জন্য, এই সমর্থকদের জন্য, দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ, সবার জন্য গোল করতে পারার অনুভূতি দারুণ। কোপার গত ম্যাচে সুযোগ হাতছাড়া করেছিলাম। আজ দুটি সুযোগ পেয়ে দুটিই গোল করেছি। প্রথম গোলটি আমার জন্য ছিল দারুণ গুরুত্বপূর্ণ। এটাই আমার দায়িত্ব, দলের জন্য ভালো খেলতে হবে।’