বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কেকেআরের ‘ইডেন স্মৃতি’ মনে করে নির্ভার সূর্য

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

২০১৪ সালের কথা। আইপিএলে অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভির। সেই দলেরই উঠতি তারকা ছিরেন সূর্যকুমার যাদব। সময়ের ঘড়িতে ১০ বছর পেরিয়ে গেছে। আজ এ দুজনের একজন ভারতের কোচ, আরেকজন অধিনায়ক। কেকেআরের সেই স্মৃতি মনে করেই কাল সিরিজের প্রথম ম্যাচে শক্তিধর ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে অনেকটাই নির্ভার ভারতীয় অধিনায়ক।

১০ বছর আগে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সূর্যর কাছে ইডেন গার্ডেনস ছিল ঘরের মাঠ। আজ এ মাঠে অনুশীলনের ফাঁকে সূর্য ফিরে যান সেই স্মৃতিতে, ‘তখন কেকেআরের হয়ে খেলেছি আর এখন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবো। ২০১৪ সালে এই জিনিসটি চিন্তাই করতে পারতাম না। ইডেন আমাদের ঐতিহাসিক একটি ভেন্যু। এখানে কেকেআরের হয়ে খেলেছি। আর কাল ভারতে অধিনায়কত্ব করবো ভেবে ভালোই লাগছে।’

বাংলার আরেক ক্রিকেটার মোহাম্মদ শামি। ঘরের মাঠে ম্যাচ দিয়েই ওয়ানডে বিশ্বকাপের পর আবার ভারতের জার্সি গয়ে তুলবেন এ তারকা পেসার। জাসপ্রিত বুমরার অনুপস্থিতিতে পেস অ্যাটাকের নেতৃত্ব থাকবে তার কাঁধেই।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত