বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দুদকের অনুসন্ধান

৯৫% সম্পদ দুর্নীতির টাকায় গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী জাকির

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪১ এএম

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২ কোটি ৮১ লাখ টাকার সম্পদ তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। তার অর্জিত সম্পদের ৯৫ শতাংশ ঘুষ-দুর্নীতির টাকায় অর্জন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে। পরে তার বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এবং কুষ্টিয়ার সাবেক এমপি সরোয়ার জাহানের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এসব মামলা করার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে ১৩ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৭৪৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার মাত্র ৬২ লাখ ৭৫ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া গেলেও বাকি ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তিনি এসব সম্পদ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে নিজের ভোগদখলে রাখার অপরাধে মামলাটি করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৩০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ৮৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। মামলার তদন্তকালে এসব অর্থ কীভাবে ব্যাংক হিসাবে জমা হয়েছে এবং অর্থের গন্তব্য কোথায় খতিয়ে দেখা হবে।

অন্য মামলার এজাহারে বলা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের নামে ৮ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৯৪০ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৩ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৫৮৪ টাকার সম্পদ অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া গেলে অবশিষ্ট ২ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করে নিজ ভোগদখলে রাখায় এবং ৯টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৭৪ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধে মামলাটি করা হয়েছে।

আরেকটি মামলার এজাহারে বলা হয়, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরোয়ার জাহান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার ৩৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৪৩৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে একটি মামলা করা হয়। এ ছাড়া তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করা হয়। স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করায় সাবেক এমপি সরোয়ার জাহানকে আসামি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত