রাজধানীর ডেমরা রোডে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে হৃদয় (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, নাজমুল (৪৫), বাবু (২৩) ও শারফিন (৬০)।
জানা গেছে, নরসিংদীগামী এক্সপ্রেসওয়েতে একটি কার্ভাডভ্যান দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে পেছন থেকে আরেকটি কার্ভাডভ্যান ধাক্কা দেয়। এতে দুই কার্ভাডভ্যানের ৪ জন নিহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রশিদ এ্যাগ্রোর কাভার্ড ভ্যানের চালক হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই শীতল কুমার জানান, দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত জানার চেষ্টা চলছে।