২০২৪ সালের সেরা ক্রিকেটারদের নিয়ে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। এশিয়ার ক্রিকেটারদের দাপট থাকলেও সুযোগ পাননি বাংলাদেশের কেউ। শুধু বাংলাদেশ নয়, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারও জায়গা পাননি এবারের আইসিসির বছরসেরা ওয়ানডে দলে।
ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন তাসকিন আহমেদ। এছাড়া বছর জুড়ে ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু আইসিসির এ তালিকায় জায়গা করে নিতে পারেননি তারা। ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে।
এই তিন দেশ থেকেই আছেন ১০ জন। অধিনায়কসহ শ্রীলঙ্কার রয়েছে চার ক্রিকেটার। গত বছর ১৮ ম্যাচের ১২টিতেই জয় পাওয়ার প্রতিফলন হিসেবে জায়গা করে নিয়েছেন তারা। পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে। এর বাইরে একজন শুধু ওয়েস্ট ইন্ডিজের।
দলে অস্ট্রেলিয়ার কারো না থাকাটা অবাক করার মতো বিষয়। বছরজুড়ে ১১ ম্যাচের ৭টিতে জয় পায় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ীরা। তবে বছরে ৩ ওয়ানডে ম্যাচের সবগুলোতে হেরে যাওয়া ভারতের কারো জায়গা না পাওয়াটা স্বাভাবিক।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল
সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), চারিথ আসালানকা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাংগা (শ্রীলঙ্কা), শাহিনশাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) এবং আল্লাহ মোহাম্মদ গজনফর (আফগানিস্তান)।