২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইয়ানিক সিনার। ইতালিয়ান এই টেনিস তারকার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছিল সেটি। বর্তমান চ্যাম্পিয়ন সিনার এবারও উঠলেন ফাইনালে।
আজ শুক্রবার শীর্ষ বাছাই সিনার ৭-৬ (৭/২), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ২১তম বাছাই যুক্তরাষ্ট্রের বেন সেলটনকে।
আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবেন সিনার ও আলেকজান্দার ভেরেভ। অপর সেমিতে জকোভিচ ইনজুরির কারণে সরে দাঁড়ালে ফাইনালে যান ভেরেভ।
সিনার আছেন দারুণ ফর্মে। টানা ২০ ম্যাচ জিতে ফাইনালে উঠলেন তিনি। প্রথম সেটেই কিছুটা প্রতিদ্বোন্দ্বিতার মুখে পড়েন সিনার। দুই সেট পয়েন্টে পিছিয়ে ছিলেন। পরে সেই সেট জিতে নেন টাইব্রেকারে। তবে পরের দুই সেট সহজেই জেতেন।