পটুয়াখালীর দশমিনায় জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম শামীম (৩৮) ও তার সহযোগী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম পটুয়াখালীর বাউফলের বাসিন্দা ও ভোলার তজুমদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী। অপর দুইজন হলেন— একই উপজেলার কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও শমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুড়া গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।
জানা গেছে, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়িতে ইয়াবা কিনতে করতে আসা মারুফ বিল্লাহ সুমন ও সহকারী প্রকৌশলী শামীমকে তল্লাশি করে ৩২২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।