কক্সবাজারের টেকনাফে অপহৃত ৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটকরা হলেন- টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়ার মোহাম্মদ ছৈয়দ ওরফে ছৈয়দ মাস্টারের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪০) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকার মাহমুদুল হাসানের স্ত্রী পারভীনা আক্তার ওরফে পারভীন (২৮)।
উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন বাংলাদেশি এবং ৪ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন মেয়ে শিশু ও দুইজন ছেলে শিশু রয়েছে।
টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বড়ইতলী এলাকায় কয়েকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায় চেষ্টার খবর পায় পুলিশ। উপস্থিতি টের পেয় সন্দেহজনক ৫/৬ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা টেকনাফ উপজেলার এবং রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানান ওসি।