শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নতুন বছরে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা; জেনে নিন সময়সূচি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম

মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে। ইতোমধ্যেই এই ম্যাচ দুটির সূচি ঘোষণা করেছে কনমেবল।

দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থাটির দেওয়া তথ্যমতে, আগামী ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা আর উরুগুয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিও আইকনিক সেন্টেনারি স্টেডিয়ামে। এর চার দিন পর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছেই আছে। পরের পাঁচটি স্থানে আছে যথাক্রমে- উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল এবং প্যারাগুয়ে। সপ্তম স্থানে থাকা বলিভিয়া খেলবে প্লে অফ। ব্রাজিল হয়তো শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে, তবে তাদের পারফর্মেন্স সুবিধার নয়। ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের নতুন বছরে যাত্রা শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত