মেলবোর্ন থেকে গলের দূরত্ব সাড়ে আট হাজার কিলোমিটার, মাঝে বিস্তৃত ভারত মহাসাগর। কিন্তু কাকতাল যখন ঘটে তখন দূরত্ব কেবলই মামুলি বিষয়। মেলবোর্নে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি অ্যাশেজের টেস্ট খেলছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। আর তার স্বামী অজিদের পেস ত্রিফলার ধারালো একজন মিচেল স্টার্ক উইকেট তুলে নিচ্ছিলেন গলে লঙ্কান ব্যাটসম্যানদের। নিজেদের কাজ ঠিক মতো আদায় করে জয় তুলে নিয়েছেন দুজনই। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের হয়ে দুজনেরই এটি ২৮৭তম জয়।
বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত যুগল হলেন মিচেলস্টার্ক ও অ্যালিসা হিলি। নিজ নিজ জায়গায় দুজনই দলের সেরা খেলোয়াড়দের একজন। জয় পেয়েছেন দুজনই কিন্তু আরও কাকতালীয় বিষয় হলো দুজনই নিজেদের ২৮৭তম ম্যাচ জিতেছেন ইনিংস ব্যবধানে।
স্টার্করা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। আর হিলিরা ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছেন ইনিংস ও ১২২ রানের ব্যবধানে। গল টেস্টে মিচেল স্টার্ক ম্যাচে নেন ৩ উইকেট। আর মেলবোর্ন টেস্টে শুধু প্রথম ইনিংসে ব্যাট করে ৩৪ রান করেন হিলি।