বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা ও সদস্যদের লক্ষ্য করে বাহিনী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এ হামলা করা হয়। খবর রয়টার্স

ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এ হামলায় লুকিয়ে থাকা গুহাগুলো ধ্বংস হয়েছে। সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিকভাবে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি বলে জানান তিনি।

উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে গোলিস রেঞ্জের অংশ ক্যাল মিসকাদ পর্বতমালায় মার্কিন হামলা চালানো হয়েছে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

আইএসের সোমালিয়া শাখা গঠিত হয় ২০১৫ সালে। আল–কায়েদা সম্পৃক্ত আল–শাবাব থেকে বেরিয়ে কয়েকজন আইএসের সোমালিয়া শাখা গড়ে তোলেন। আল–শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী। এসব সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলায় সোমালিয়ায় কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত