ঠাকুরগাঁওয়ের হরিপুরে অপহরণ মামলার আসামিকে সিআইডি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় জনতা। এ সময় ঢিল ছুড়ে সিআইডি পুলিশের মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করার ঘটনাও ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হরিপুর উপজেলার বনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
ওসি বলেন, উপজেলার বনগাঁও বাজার এলাকার নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে (২২) আটক করে ঠাকুরগাঁও সিআইডি পুলিশের একটি টিম। এ সময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় কয়েকজন লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের একটি মাইক্রোবাসে ঢিল ছুড়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।
পরে খবর পেয়ে হরিপুর থানা পুলিশসহ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার গিয়ে ঘটনাস্থল থেকে সিআইডি পুলিশ সদস্যদের উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে এ ঘটনায় সিআইডি পুলিশের কেউ আহত হয়নি। পরবর্তীতে সিআইডি পুলিশের সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।