দেশের প্রথম বেসবল খেলোয়াড় হিসেবে বিদেশের কোনো প্রফেশনাল লিগে খেলার নজির গড়েছেন শহিদ আহমেদ। আমিরাতের প্রফেশনাল বেসবল লিগ ইউএই সিরিজ খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় বেসবল দলের খেলোয়াড় শহিদ। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি দুবাইতে হতে যাওয়া এ সিরিজের জন্য শহিদকে দলে ভিড়িয়েছে অ্যারাবিয়া উলভস।
গত বছরের নভেম্বরে দুবাইতে ৯টি দেশ নিয়ে হওয়া আন্তর্জাতিক বেসবল প্রতিযোগিতা ‘বেসবল ইউনাইটেড আরব ক্ল্যাসিক ২০২৪’ এ অংশ নেয় বাংলাদেশ। সেই টুর্নামেন্টে সেরা ক্যাচার নির্বাচিত হয়েছিলেন শহিদ। ওই নৈপুণ্য দেখেই তাকে দলে ভেড়ায় অ্যারাবিয়া উলভস।
এর আগে ২০২৩ সালে জাপানের হোক্কাইদো লিগে অংশ নিয়ে অনুশীলন করেছিলেন শহিদ। অ্যারাবিয়া উলভসের হয়ে শহিদ মাঠে নামবেন মিড ইস্ট ফ্যালকনসের বিপক্ষে।