চাঁদপুরের হাজীগঞ্জে মক্তব থেকে পড়ে আসার সময় বাকবিতণ্ডার জেরে দুই শিশুর মারামারির ঘটনা ঘটেছে। এতে গত রাতেই শাহাদাৎ হোসেন (৮) নামের এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা বশির মেম্বারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই বাড়ির টিটু হোসেনের ছেলে।
নিহত শাহাদাতের বড় কাকা লিটন হোসেন জানান, একই বাড়ির শিপনের ছেলে হৃদয় ও শাহাদাত স্থানীয় একটি মক্তব থেকে পড়া শেষে বাড়ি ফেরার পথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হৃদয় শাহাদাতকে ধাক্কা দিলে সে গাছের সাথে আঘাত পায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
শিশুর শাহাদাতের নানা আলমগীর হোসেন জানান, শিশুর শাহাদাতের আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল। হৃদয়ের ধাক্কায় গাছের সাথে আঘাত পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, ঘটনার খবর শুনে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। এ ঘটনা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।