শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বইমেলায় জবির ৪ বইয়ের মোড়ক উন্মোচন 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ পিএম

অমর একুশে বই মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকাশিত নতুন ৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯২ নং স্টলে বইগুলো পাওয়া যাবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 

এবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত বইগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নুরুল আমিনের লেখা ‘ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ন সেবা : পরিপ্রেক্ষিত দক্ষিণ সিটি করপোরেশন’, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সেলিমের ‘সোসাইটি অ্যান্ড স্টেট ইন সাউথ এশিয়া’।

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের ‘আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এনহ্যান্সিং প্রটেকটিভ ইফেক্টস অফ বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল অন ডেলিকুয়েন্সি’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. খাইরুল ইসলামের ‘আর্থসামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন : সমীক্ষ’।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবিনা শরমীন বলেন, ‘শুরুতেই বই বের করতে পারার জন্য প্রকাশনা দপ্তরকে ধন্যবাদ। ১৯ সালে আমার একটি বই বের হয়েছিলো। কিন্তু সেটি বের করতে করতে বইমেলার শেষ পর্যায়ে চলে এসেছে। যাদের বই বের হয়েছে তাদের সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের স্টুডেন্টদের এবং শিক্ষকদের বেশি করে বই বের হোক এবং বইমেলায় আসুক এই প্রত্যাশা করি।’ 

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘এটা খুবই ভাল অনুভূতি যে আমরা কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ৪ টি বই এবং স্টুডেন্টের মধ্য থেকে একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরেছি। যারা বই লিখেছেন তাদের সবাইকে অভিনন্দন, যারা বই লিখবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা বই লিখেছেন তাদের মধ্যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় সেসব বই বিশ্ববিদ্যালয়ের স্টলে রাখতে পারবেন।’

তাছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাউল আলম সওদাগর, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুস  সালাম।  আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল, ছাত্রঅধিকার পরিষদ ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত