সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গুঁড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইল জেলা আ. লীগের কার্যালয়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে তারা শহরের মেইনরোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়।

এ সময় কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র পুড়িয়ে দেয়। এতে ওই সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে যায়। কার্যালয় গুঁড়ি‌য়ে দেওয়ার পর বৈষম‌্যবি‌রোধীরা একু‌শে পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সভাপ‌তি ফজলুর রহমান খান ফারু‌কের বাসার দি‌কে যায়। 

এর আগে বৈষম‌্যবি‌রোধ‌ী ছাত্র জনতার উদ্যো‌গে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়‌টি ভাঙা হয়। এতে নেতৃত্ব দেয় ছাত্র জনতার ফা‌রিয়া মোকাদ্দাস মি‌ষ্টি। এ সময় সেখা‌নে বি‌ভিন্ন স্লোগান দি‌তে থা‌কে তারা। এ সময় জেলা বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের নেতারা উপ‌স্থিত ছিল।

এর আগে  ফা‌রিয়া মোকাদ্দাস মি‌ষ্টি তার ফেসবুক আইডি‌তে আওয়ামী লীগ কার্যালয় ভাঙার ঘোষণা দেয়। প‌রে নির্ধা‌রিত সম‌য়ে এক‌টি এস্কেভেটর দি‌য়ে দলীয় কার্যালয়‌টি ভ‌াঙা হয়। 

ছাত্র জনতারা জানায়, শেখ হা‌সিনাসহ তার দ‌লের নেতা‌দের দে‌শে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। এবং যারা লুৎপাট ক‌রে সম্পদ অর্জন ক‌রে‌ছে সেগু‌লো রা‌ষ্ট্রের স্বা‌র্থে ব‌্যয় কর কর‌তে হ‌বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত