কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম ভূঁইয়া হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ তথাকথিত যুবদলের পকেট কমিটি এবং অভিযুক্তদের বহিষ্কার দাবি করেন।
গত ১ ফেব্রুয়ারি (শনিবার) নাঙ্গলকোট উপজেলার ৭ নম্বর হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া প্রতিপক্ষ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে এক সন্ত্রাসী হামলায় নির্মমভাবে হত্যার শিকার হন।
বক্তারা দাবি করেন, মোবাশ্বের আলম ভুইয়া একজন নেশাগ্রস্ত ব্যক্তি। জনবিচ্ছিন্ন হয়ে এলাকার বিগত সময়ের যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী এবং নেশাগ্রস্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের তাহার গ্রুপে অন্তর্ভুক্ত করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য লেলিয়ে দেন। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনের ত্যাগী নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের দিয়ে অনতিবিলম্বে নতুন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ পরবর্তী নেতাকর্মীরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ভাবে বিভিন্ন প্রমাণসহ অভিযোগ দায়ের করেন। সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব আজিমুদ্দিন মাকসুদ, যুবদল নেতা আলাউদ্দিন মাহমুদ কিরণ, এস এম নাসির উদ্দিন, সালেহ আহমদ, সেলিম জাহাঙ্গীর মনটু, মনির হোসেন মনির, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান, আব্দুল আলী, কামরুজ্জামান কমু, কমিশনার আবু ইউসুফ, হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন মেম্বার, শাহাদাত হোসেন, বাঙ্গুড্ডা ইউনিয়ন যুবদল নেতা আমজাদ হোসেন, মক্রমপুর ইউনিয়ন যুবদল নেতা শিপন, যুবনেতা জসীমউদ্দীন, আব্দুল হান্নান ফরহাদ, কামাল মজুমদার, বকশোগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা তারেক ভূঁইয়াসহ অনেকে।