বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নিখোঁজের তিনদিন পর মেঘনা নদী থেকে নৌ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের তিনদিন পর মেঘনা নদী থেকে নৌ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজারস্থ নদীর তীরবর্তী বিআইডব্লিউটিএর জেটির সামনে ওই শ্রমিকের লাশ ভেসে উঠে। স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে  তারা এসে লাশ উদ্ধার করে।

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তেতৈতলা মেঘনা ঘাট বাজারস্থ নদীর তীরবর্তী ঘাটে নোঙ্গর করে রাখা বাল্কহেডে যাওয়ার পথে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান এমবি আল্লাহর ভরসা-৪ বাল্কহেডের সুকানী স্বপন মিয়া (৩৩)।

নিহত স্বপন মিয়া কিশোরগঞ্জের বাজিতপুরের কোকরারায় গ্রামের মারাজ মিয়ার ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এমবি আল্লাহ ভরসা-৪ বাল্কহেডের স্টাফ আকির হোসেন জানান, একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফ দিয়ে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়, এ সময় সাথে সাথেই নদীর পানিতে ডুবে যায়। 

ঘটনাস্থলে উপস্থিত ওই শ্রমিকের মামাতো ভাই ফরিদ হোসেন বলেন, তিনদিন যাবৎ বাড়ি থেকে এসে মেঘনা ঘাটে অবস্থান করছি ভাইয়ের লাশটা পাওয়ার আশায়,অবশেষে পেলাম,মনে শ্বান্তনা নিয়ে বাড়ি যেতে পারবো।

এ বিষয়ে ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উনার স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত