বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪১ অনুষ্ঠিত হয়েছে। আজ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে সেমিনরটি অনুষ্ঠিত হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে ‘ESG Disclosure Practices in the Publicly Listed Companies in Bangladesh’-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) -এর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার Universiti Teknologi MARA (UiTM) এর ফ্যাকাল্টি অব অ্যাকাউন্টেন্সির সিনিয়র প্রভাষক ড. সায়মা সুলতানা ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আহমেদ যোবায়ের মাহবুব।

আলোচকদ্বয় রিসার্চ সেমিনারের উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান। অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ছাড়াও আলোচ্য গবেষণা প্রবন্ধটির অথর হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ড. জাভেদ সিদ্দিকী ও বিআইসিএম এর সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা ।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪১ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত