হাসান তিলকারত্নে চলে যাবার পর অনুমান করা হচ্ছিলো সারোয়ার ইমরানই হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কোচ। শেষমেশ তা-ই হলো। আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এ সিদ্ধান্তের কথা।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে ফারুক আহমেদ বলেন, ‘হাসানের চলে যাওয়ার প্রেক্ষিতে জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইমরান (সারোয়ার)কে নিয়োগ দেওয়ার।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরেই জাতীয় দলের কোচিং প্যানেলে স্থানীয়দের জায়গা করে দেওয়ার ব্যাপারে কথা দিয়েছিলাম। নারী দলের প্রধান কোচ হিসেবে সারোয়ার ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমার মনে হয় তাদের যদি আমরা দায়িত্বই না দেই তাহলে কীভাবে বুঝবো তারা ভালো করছেন কি না।’
১৯৮৪ সাল থেকে ক্রিকেট কোচিংয়ে আসেন সারোয়ার ইমরান। ২০০০ সালে তার অধীনেই নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন পুরুষ জাতীয় দল। ২০০৩ সালে মহসিন কামালের চাকরিচ্যুতির পর অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলে সহকারী কিংবা প্রধান কোচ হিসেবেও পালাক্রমে দায়িত্ব পালন করেন সারোয়ার।
এছাড়া বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন তিনি। সবশেষ মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দলেরও প্রধান কোচ ছিলেন তিনি। এবার যুক্ত হচ্ছেন সিনিয়র নারী দলের সঙ্গে।