সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেসির শরীরে ট্যাটু, রোনালদোর কেন নেই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

পাঁচটি ব্যালন ডি’অর কিংবা পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠে আগ্রাসন সম্পর্কে জানেন না এমন মানুষ ফুটবল বিশ্বে নেই বললেই চলে। এতো বছর ধরে বিশ্বের নামী ক্লাবগুলো মাতিয়ে আসা, সাফল্যে শীর্ষে থাকার পরও সিআরসেভেনের শরীরে নেই কোনো ট্যাটু। অথচ তার সমসাময়িক তারকাদের প্রায় প্রত্যেকেই, এমনকি লিওনেল মেসিরও শরীরজুড়ে রয়েছে ট্যাটু।

মূলত ক্রিশ্চিয়ানো রোনালদো একজন নিয়মিত রক্তদাতা। শরীরে ট্যাটু করালে রক্ত দেওয়ার আগে একটি নির্দিষ্ট সময় অপেক্ষাকাল কাটাতে হয়। এ ঝামেলা এড়ানোর জন্যই নিজেকে কালিমুক্ত রেখেছেন পর্তুগীজ মহাতারকা। ২০১৫ সালে তরুণদের রক্তদানে উদ্বুব্ধ করতে বিশেষ প্রচারণাও চালিয়েছিলেন তিনি।

এছাড়া বিভিন্ন মানবিক ব্যাপারে উদারহস্তে দান করেন রোনালদো। ২০১১ সালে ফিলিস্তিনে গাজায় বিদ্যালয় নির্মাণের জন্য নিজের গোল্ডেন বুট নিলামে তুলে ১.২ মিলিয়ন পাউন্ড দান করেন তিনি। ২০১৩ সালে ৫ লক্ষ ৩০ হাজার পাউন্ডে ব্যালন ডি’অর ট্রফি বিক্রি করে দেন। প্রাপ্ত পুরো টাকাই তিনি দান করেছিলেন মেক-অ্যা-উইশ ফাউন্ডেশনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত