সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১ লাখ ৫৪ হাজার বেতনে চাকরি দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘প্রজেক্ট কো-অর্ডিনেটর-সুলমার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর-সুলমার
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, জিওগ্রাফি অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, সমাজবিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। অথবা অন্য যেকোনো স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার পদে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন, ডেটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম/ চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ১,৫০,০০০-১,৫৪,০০০ টাকা।

আবেদন যেভাবে
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত