গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে নিজস্ব ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এক চালক। দুইদিন পর বাড়ি থেকে অন্তত ৫ কিমি দূরে এক গজারি বনের ভেতর থেকে শিয়ালে খাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাওনা ইউনিয়নের বেলতলী এলাকার গহীন বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ছিনতাকারীরা অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে খুন করে বনের ভেতর লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনা নিহতের স্ত্রী নিখোঁজের বিষয় জানিয়ে একদিন আগেই শ্রীপুর থানায় জিডি করেছিল। একদিন পর বনে মিলল লাশ।
নিহত অটোচালকের নাম ফালান মিয়া (২৬)। তার বাড়ি ময়মনসিংহের পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভাড়ায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ।
নিহত ফালানের স্বজনেরা জানান, রবিবার সকালে ফালান ভাড়ায় চালিত তার অটোরিকশা নিয়ে কাজে বের হন। এরপর রাতে বাড়ি না ফিরলে তার স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোথাও না পেয়ে সোমবার তার স্ত্রী রিনা আক্তার এ বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ বনের ভেতর লাশ পড়ে আছে জানতে পেরে বাড়ির লোকজন নিশ্চিত করেন এটি ফালানের মরদেহ। তারা আরও জানান তিন বছর ধরে শ্রীপুর ২ নং সিএন্ডবি, মাওনা চৌরাস্তা, মাওনা বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল ফালান মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনে খড়ি কুড়াতে গিয়ে একজনের লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন। পরে তারা পুলিশে খবর দেয়। তারা বলেন লাশের গায়ে ক্ষত ছিল। মনে হয় কোনো হিংস্র (শিয়াল) পশু কামড়ে খেয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার এসআই মাজহারুল ইসলাম জানান, বনে কাজ করতে গিয়ে লোকজন মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। ধারণা করেন অটোরিকশা ছিনতাই করে ছিনতাইকারীরা তাকে খুন করে গভীর বনে লাশ ফেলে অটো নিয়ে পালিয়ে গেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতের স্ত্রী তার স্বামী নিখোঁজের খবর জানিয়ে থানায় একটি জিডি করেছিলেন। আজ ওই ব্যক্তির মরদেহ বনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় অটোচালক ছিলেন। পুলিশ তার মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।