সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মিথ্যা কনকাশনের সুযোগ নিয়েই কি এক দিনে দুই দেশে খেললেন শানাকা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে সকালে সেঞ্চুরি ও একই দিনে রাতে আইএলটি২০তে বিধ্বংসী ইনিংস খেলে সংবাদ শিরোনাম হয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ২ ফেব্রুয়ারির ওই ঘটনা নিয়ে তদন্ত হতে যাচ্ছে শানাকার বিপক্ষে। লঙ্কান সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, কনকাশন বদলীর অজুহাতে দিয়ে তিন দিনের ম্যাচটির তৃতীয় দিন নিজের ব্যাটিংয়ের পর আর ফিল্ডিংয়ে নামেননি শানাকা।

এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে যে চার্জশিট দাখিল করা হচ্ছে সেখানে শানাকার বিরুদ্ধে আনিত অভিযোগের একটি হচ্ছে- ম্যাচ রেফারি ওয়েন্ডল ল্যাব্রয় বিশ্বাস করেছিলেন শানাকা কনকাশনের শিকার হয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ তথ্য জানিয়ে ক্রিকইনফোকে আরও বলেন, ‘এ বিষয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাব নিজেরাও তদন্ত করবে।’ তবে ওই দিন ম্যাচ রিপোর্টে রেফারি শানাকার মাঠে না থাকার ব্যাপারে কী উল্লেখ করেছিলেন সেটি জানা যায়নি। 

মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে ওই ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে ম্যাচের তৃতীয় ও শেষ দিন নিজেদের প্রথম ইনিংসে ঝড়ো ৮৭ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শানাকা। ওই দিন ১৭ ওভার ক্রিজে থেকে ৮৪ রান করেন শানাকা। তিনি আউট হওয়ার ১০ ওভারের মধ্যে গুটিয়ে যায় সিংহলিজ। বলা হচ্ছে, শানাকা আউট হওয়ার পরই মাঠ ছেড়ে রওনা হন দুবাইয়ের পথে। সন্ধ্যার আগে এই ম্যাচটি ড্র হওয়ার কিছু সময় পরেই আইএলটি২০তে খেলতে নামেন শানাকা।

এই ম্যাচের আগে রেলিগেশন থেকে বাঁচতে আইএলটি২০ ছেড়ে দেশে ফিরিয়ে নিয়ে আসা তিন ক্রিকেটারের একজন ছিলেন শানাকা। মুরসের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ায় রেলিগেশন থেকে ঠিকই বেঁচে যায় সিংহলিজ। এমনকি আইএলটি২০তে শানাকার ১২ বলে ৩৪ রানের ইনিংসের সুবাদে ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত হয় দুবাই ক্যাপিটালসের। পরে তারা আসরের শিরোপাও জেতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত