বরগুনায় ইসলামী আন্দোলনে যোগদান করেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম মিয়া। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তিনি।
আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার রাতে বাৎসরিক মাহফিল শেষে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন।
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো.বায়েজিদ বলেন, ‘মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেবের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন।’