মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বইমেলায় হট্টগোল— এবার মুখ খুললেন উপদেষ্টা ফারুকী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’র স্টলে বাগবিতণ্ডা-হট্টগোলের ঘটনায় নিন্দা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী।  মঙ্গলবার ফেসবুকে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম।  নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি।’

তিনি উল্লেখ করেন, ‘একাডেমি ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে।  কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।  পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না।’

তিনি আরও লেখেন, ‘আসুন আমরা সবাই সব রকম উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকি এবং সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জন যেন জটিলতায় না ফেলি।’

এর আগে বাগবিতণ্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।  নিন্দা জানান উপদেষ্টা মাহফুজ আলমও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত