শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে মোদির বৈঠক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বেশ কয়েকটি দেশের ওপর ট্রাম্পের বাণিজ্য শুল্ক, গাজায় তার বিতর্কিত শান্তি পরিকল্পনা এবং অবৈধ অভিবাসীদের চলমান গণহারে বহিষ্কারকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করায় এই বিষয়গুলো তাদের আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।

তবে এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় শাসনামলে গ্যাবার্ড হলেন প্রথম শীর্ষ মার্কিন কর্মকর্তা যিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন।

এক্স-এ একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে  মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছি।’

ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা করেছেন বলে এক্স দেওয়া পোস্টে জানান মোদি।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করা চতুর্থ বিশ্ব নেতা হবেন। মার্কিন প্রেসিডেন্ট এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন।

সন্ত্রাসবাদ মোকাবিলায, সাইবার নিরাপত্তা ও আসন্ন হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান জয়সওয়াল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত