বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে একুশে বইমেলা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি বইমেলা পরিদর্শন করেন।
এদিন বিকেলে জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
শফিকুর রহমান বইমেলায় যাবেন সে ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল।