অশালীন ভাষায় মন্তব্যের অভিযোগে লিভারপুল কোচ আর্না স্লটকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে তাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি।
ম্যাচটির যোগ করা সময়ের ৮ম মিনিটে জেমস তার্কোভস্কির গোলে সমতা টানে এভারটন। এরপরই লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে। এতে রেগে গিয়ে প্রতিবাদ করেন লিভারপুলের কার্টিস জোন্স। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।
ওই ঘটনায় লাল কার্ড দেখানো হয় আর্না স্লটকে। এছাড়া স্লটের সহকারী সিপকে হুলশফ, এভারটনের দুকরে ও লিভারপুলের জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি। লিগ কর্তৃপক্ষের বক্তব্য, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে এই সাজা দেওয়া হয়েছে। এ কারণে উলভারহ্যাম্পটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে দাঁড়াতে পারবেন না স্লট।