মানিকগঞ্জের শিবালয়ে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল (৩০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি অক্সফোর্ড একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষক ও পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া গ্রামের শ্যামন চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় থায়ায় মামলা মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টিফিনের সময় স্কুলভবনের চার তলায় ওঠার সময় সিঁড়িতে একা পেয়ে শিক্ষক গোবিন্দ পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। বিদ্যালয়ের সিনিয়র আপুদের সহোযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে তারা সান্ত্বনা দিয়ে ক্লাসে পাঠিয়ে দেন। এ ঘটনা বাসায় না জানানোর অনুরোধ করেন। পরে স্কুল ছুটি শেষে বাসায় গিয়ে আম্মুকে ঘটনা জানাই।
ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ে এখনও ছোট। অষ্টম শ্রেণির ছাত্রী। আমার মেয়েটা এখন হতাশার ভিতরে আছে। আমার মেয়ের সঙ্গে যে এমন ঘটনা ঘটিয়েছে আমি তার বিচার চাই।
এ বিষয়ে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, দশম শ্রেণির এক শিক্ষার্থীর মাধ্যেমে ঘটনাটি জানতে পারি। ঘটনা জানার পর শিক্ষকদের নিয়ে বসি এবং সিদ্ধান্ত নেওয়া হয় জড়িত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন দেশ রূপান্তরকে জানান, এ বিষয়ে স্কুলের প্রধানশিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শিক্ষকেও আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।