বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভিনির সৌদি ক্লাবে যাওয়ার গুজবে বিরক্ত আনচেলত্তি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে গুঞ্জন চলছে যে, তিনি নাকি সৌদি আরবের একটি ক্লাব থেকে মোটা অংকের প্রস্তাব পেয়েছেন। সেই প্রস্তাবে টাকার অংকটা নাকি ১০০ কোটি ইউরো। এমন খবরে বেজায় বিরক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠল ভিনির সৌদি যাত্রা নিয়ে প্রশ্ন। জবাবে বিরক্তি প্রকাশ করে আনচেলত্তি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমি এই ইস্যুতে বিরক্ত, তবে চিন্তিত নই। ভিনিকে রিয়ালেই আমি সুখী দেখছি। আমরাও তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে এই ইস্যুতে বলেছিলাম, আর কিছু বলার নেই।’

আনচেলত্তি আরও বলেন, ‘সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি জানি না।- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়। আমি সেই পুরনো ভিনিসিয়ুসকে দেখছি, যে সবসময় অনুপ্রাণিত থাকে। বিশেষ করে, সিটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভীষণ চাপের মাঝে সে দারুণ পারফর্ম করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত