দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। ভিন্ন ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে ব্রাজিল।
এই দুই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা। ৪ ম্যাচে সমান ১০ পয়েন্ট আর্জেন্টিনা ও ব্রাজিলের। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল।
আজ রাত ৩ টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর সকাল ৬ টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।
যদি ৫ ম্যাচ শেষেও ব্রাজিল ও আর্জেন্টিনা পয়েন্ট সমান হয় তখন দেখা হবে চূড়ান্ত পর্বের দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসেব। সেই ম্যাচটি ড্র হওয়াতে চূড়ান্ত পর্বে দুই দলের গোল ব্যবধানই হবে বিবেচ্য বিষয়।
সেখানেও সমান হয়ে গেলে, দেখা হবে চূড়ান্ত পর্বে গোল বেশি করেছে কোন দল। সেখানেও সমতা থাকলে বিবেচনায় আসবে লাল কার্ড কারা বেশি দেখেছে, তারপর হলুদ কার্ড।