ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর আয়োজনে ‘ঢাকা-নর্থ আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেস ওই অলিম্পিয়াডের আয়োজন করে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আইইউবি ক্যাম্পাসে অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নওরীন আহসান এবং অধ্যাপক ড. খন্দকার সাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর ডিন ড. হাবীব বীন মুজাফফার, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেস-এর বিভাগীয় প্রধান ড. ফরহাদ আলম, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য শিক্ষকরা।
উপাচার্য অধ্যাপক ম তামিম তার বক্তব্যে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের প্রতিযোগিতায় তিন শতাধিক স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি শ্রেণিতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।