অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার থানায় যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্বধইর (পশ্চিম) ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৩৬) পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্বধইর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান যুবলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলাম পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।