শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে হতে দেয়া হবে না’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, আওয়ামী লীগ যেসকল দুর্নীতি, খুন ও গুম করেছে সেগুলো বিচার প্রক্রিয়া চলবে। তবে বিচার আগে না নির্বাচন আগে। অবশ্যই নির্বাচন আগে। কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া হবে না, জাতীয় নির্বাচন আগে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, রোডম্যাপ করে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে সমাবেশে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ বলেছেন, ডেভিল হান্ট অভিযানের পরও ইউনূস সাহেবের চারপাশে ডেভিল ঘোরাফেরা করছে। এ জন্য ৬ মাসেও বাজারে জিনিসপত্রের দাম কমেনি, সিন্ডিকেট তারা ভাঙতে পারেনি।

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সহ জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত