কুমিল্লার মুরাদনগরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার কলাবাগান থানাধীন গ্রিন রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খসরু মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মরহুম সৈয়দ আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ২০১৪-২০১৯ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সৈয়দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থানায় তার বিরুদ্ধে পুরনো মামলা ছিল। সেই মামলায় রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।