শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’র প্রথম সভা অনুষ্ঠিত 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেটে প্রকাশিত ধারা ৩ (২) এর (ঙ) (ছ) উপধারায় বর্ণিত দুইজন সদস্য নিয়োগ নিয়ে সভায় আলোচনা করা হয় এবং দুইজন সদস্যের নাম চূড়ান্ত করা হয়। তারা হলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের। আগামী ২৫ ফেব্রুয়ারি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বছরের ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণকালে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়ে বিষদ গবেষণা করে একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে।

প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপোয়েনমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট জারি হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন। প্রধান বিচারপতির নেতৃত্বে মোট ৭ সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে। ৭ সদস্যের মধ্যে পদাধিকারবলে ৫ জন হলেন- কাউন্সিলের চেয়ারপার্সন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি (বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত নয়), বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীনতম একজন বিচারপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এছাড়া কাউন্সিলের চেয়ারপার্সন মনোনীত একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ এবং আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক কাউন্সিলের সদস্য হবেন।

এদিকে আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার’র একটি প্রতিনিধি দল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আজ বেলা ২টায় প্রধান বিচারপতির কার্যালয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী, প্রধান নির্বাহী কে এম এম মাজেদুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের সাক্ষাৎকালে আরবিট্রেশনের ব্যবহার, প্রায়োগিক দিক বৃদ্ধি সম্পর্কে মতবিনিময় হয়। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবে মর্মে প্রধান বিচারপতি মহোদয় প্রতিনিধিদলকে অবগত করেন।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত