শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভারতের ৪০ বছরের রেকর্ড ভেঙে দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

১৯৮৫ সালে চার জাতির টুর্নামেন্টে শারজাতে মাত্র ১২৫ রানে থেমে গিয়েও পাকিস্তানকে ৩৮ রানে হারিয়েছিল ভারত। এতদিনের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই ছিল সবচেয়ে কম পুঁজিতে ম্যাচ জেতার কীর্তি। আজ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে সেই কীর্তি নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৩৫.৩ ওভারে অলআউট হয়ে যায় ১২২ রানে। ব্যাটাররা অল্প পুঁজি এনে দিলেও জ্বলে ওঠেন দেশটির স্পিনাররা, বিশেষ করে নশতুশ কেনজিগে। তার পাঁচ উইকেট শিকারের দিনে ওমানের ইনিংস থামে ২৫.৩ ওভারে ৬৫ রানে। ৫৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে ভারতের ৪০ বছর আগে গড়া কীর্তিটি নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র।

এছাড়া ৪৬৭১টি আন্তর্জাতিক ওয়ানডে হয়ে যাওয়ার পর এমন ঘটনা এই প্রথম দেখা গেল যেখানে কোনো পেসার ম্যাচে একটি বলও করেননি। যুক্তরাষ্ট্র ও ওমান ম্যাচে যে ৯ বোলারকে ব্যবহার করেছে, তাদের সবাই ছিলেন স্পিনার।

দুই দলের স্পিনাররা মিলে ম্যাচে মোট ১৯ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ রেকর্ড এটি। এই কীর্তির ভাগীদার বাংলাদেশও। ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে দুই দলের স্পিনাররা মিলে নিয়েছিলেন ম্যাচের ১৯ উইকেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত