বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দুবাইয়েও সাকিব প্রসঙ্গে শান্তকে প্রশ্ন, এক শব্দে জবাব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল ভারতের বিপক্ষে দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সংবাদ সম্মেলনেও শান্তকে প্রশ্ন করা হয় সাকিব আল হাসান প্রসঙ্গে। যার উত্তর মাত্র এক শব্দে দিয়েই থেমে যান শান্ত।

শান্তকে জিজ্ঞেস করা হয়েছিলো, চ্যাম্পিয়নস ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? উত্তরে অধিনায়ক স্রেফ বলেন, ‘জ্বী না।’

বয়সের বিচারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের এটাই শেষ আইসিসি ইভেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের নিয়ে শান্ত বলেন, ‘আমি মনে করছি না তারা ওইভাবে চিন্তা করছেন। তারা এখনো খেলাটা এনজয় করছেন। আমি আশা করবো তারা তাদের ওই এক্সপেরিয়েন্সটা এখানে শো করবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত