বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কুয়েটে আহত শিক্ষার্থীদের ছবি ও হামলার ভিডিও প্রদর্শন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

ছয় দফা দাবি আদায় ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবিতে ঐক্য’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুয়েট কর্নারে এই কর্মসূচি পালন করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষ ঘটনার ও কর্মসূচি পালনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয় কর্নারে। শিক্ষার্থীরা দুপুর ৩টার আগে থেকেই কুয়েট কর্নারে ভিড় করতে থাকে ছবি দেখার জন্য।

জানা যায়, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয় বলে দাবি করেন তারা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনীতি বন্ধ, উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণবিষয়ক পরিচালকের পদত্যাগ, জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা, আইনের মাধ্যমে জড়িতদের সাজা নিশ্চিত এবং প্রশাসনের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনাসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

এরপর গত বুধবার সিন্ডিকেটের জরুরি সভার মাধ্যমে শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এছাড়া স্থানীয় থানায় প্রশাসনের পক্ষ থেকে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সকল একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে দেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা জানান, তাদের ৬ দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত