বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শান্তদের খুঁজে পাওয়াই দায়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোর নৈপুণ্য বিবেচনায় হালনাগাদ করা হয়েছে আইসিসি র‌্যাংকিং। যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানদের খুঁজে পেতে বেশ সময় কাটাতে হয়েছে। সর্বোচ্চ ২৭তম অবস্থানে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলার পরও এবারের র‌্যাংকিংয়ে তার অবনতি হয়েছে দুই ধাপ।

শান্তর পর, ৪২ ও ৪৩ নম্বরে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের মধ্যে মুশফিক ৯ ও রিয়াদ ৭ ধাপ পিছিয়েছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ১৮ ধাপ উন্নতি করে ৬৪তম অবস্থানে এসেছেন তাওহীদ হৃদয়। তারপরে আছেন মেহেদী মিরাজ। ৭ ধাপ অবনতির পর তার অবস্থান ৭৫তম।

৯ ধাপ অবনতি করে সৌম্য সরকার ৮৪ ও ৬৪ ধাপ উন্নতি করে জাকের আলী আছেন ৯৪তম অবস্থানে। আসরে দলে না থাকা লিটন দাসের অবস্থান ৭৮তম।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত