মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

৮৩ হাজার বেতনে চাকরি দিচ্ছে বেসরকারি সংস্থা

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে গ্রিন স্কিলস ডেভেলপমেন্ট ইন রিফিউজি ক্যাম্পস প্রকল্পে এমআইএস অ্যান্ড এমঅ্যান্ডই অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: এমআইএস অ্যান্ড এমঅ্যান্ডই অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান/পরিসংখ্যান/ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমআইএস বা মিল-এ ডিপ্লোমা এবং রিমোট সেনসিং অ্যান্ড জিআইএসে ডিপ্লোমা বা পিজিডি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভে মেথডোলজি, লজিক মডেলস, কোয়ানটিটেটিভ ও কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, ডেটাবেজ ম্যানেজমেন্টে জানাশোনা থাকতে হবে। ফুড সিকিউরিটি ও লাইভলিহুড সেক্টর সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। এসপিএসএস, পাওয়ার বিআই, কোবো, মোডা, এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের কাজ জানতে হবে। রোহিঙ্গা রেসপন্স ক্রাইসিস সম্পর্কে জানাশোনা থাকতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: উখিয়া ফিল্ড অফিস, কক্সবাজার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: মাসিক বেতন ৮৩ হাজার ৭৮ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত