সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

রাজধানীর ধোলাইখালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করে প্রাঙ্গণে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা 'যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও', 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও', আমার ভাই হাসপাতালে খুনিরা কেন বাহিরে'সহ নানা শ্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যেসব সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারা করছে তাদের সাবধান থাকা দরকার। এ দেশের মানুষ আর নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম করতে আর দেবে না। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীর শাহীন মিয়া বলেন, সোমবার ধোলাইখালে শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। হামলাকারীরা যে দলের, যে গোষ্ঠীর বা যে মতের হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা একতাবদ্ধ আপোষহীন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, দল ও মতের ঊর্ধ্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করতে চাই। শিক্ষার্থীদের ওপর হামলাকারী শহিদুল ও তার দোসররা যে দলেরই হোক তাদের আইনের আওতায় নিয়ে আসুন। নতুবা ভিন্ন কোন পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার দাবি জানিয়ে তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের আবাসনের সংগ্রাম করে আসছে। তাদের থাকার জায়গা নেই। আমাদের দুইটি বরাদ্দ হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাই অতি দ্রুত আমাদের এই হল দুটি বাস্তবায়ন করে দিতে হবে। শিক্ষার্থীরা একতাবদ্ধ থাকলে তাদের ওপরে কেউ হামলা করার সাহস পাবে না।

প্রসঙ্গত সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপ বিএনপি নেতা শহীদুলে নেতৃত্বে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন জবির ছয়জন শিক্ষার্থী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত