পেশাদার ফুটবলে ক্যারিয়ারের বেশিরভাগ সময় মার্সেলো খেলেছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে ব্রাজিলিয়ান এই লেফটব্যাক খেলেছেন ২০০৭-২২ পর্যন্ত। তাই মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভালোই আছে মার্সেলোর। খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
গেল ফেব্রুয়ারি মাসে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন মার্সেলো। এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে মার্সেলো কথা বলেছেন মেসির বিপক্ষে খেলা নিয়ে।
মার্সেলো বলেন, 'আমি মেসির প্রশংসা করেই বলছি সে দারুণ একজন খেলোয়াড়। আমি (মাঠে) ঠিকমতো তাকে দেখতাম না। আমি তাকে আঘাত করতে চাইতাম, ফাউল করতে চাইতাম তবে পারতাম না কারণ সে দ্রুত দৌড়ায়। আমি এমন জায়গায় জন্মেছি যেখানে সবাই দারুণ ড্রিবল করে, তবে ড্রিবলে পরাস্ত হলে সেটি ভালোভাবে নেওয়া হয় না।'
মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ নিয়েও কথা বলেছেন মার্সেলো। দুই জনের লড়াই বেম উপভোগ করেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। 'ক্রিশ্চিয়ানো মনে করে সে বেশি ভালো। এমন এক সময় ছিল যখন এটি নিয়ে কথা বলাটা কঠিন ছিল। কারণ একজন দুই গোল করলে আরেকজন এর তিন গোল করতে হতো। আমরা এই বিষয়টি সরাসরি দেখেছি এবং উপভোগ করেছি। মানুষ চায় তাদের মধ্যে তুলনা করতে আর সেটি করতে যেয়ে এটি (দ্বৈরথ) উপভোগ করাটা ভুলে গিয়েছিল।'
মার্সেলো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে থাকতে বার্সেলোনার অনেক খেলোয়াড়ের সঙ্গে তার দারুণ সম্পর্ক ছিল। গার্দিওলা বার্সেলোনার কোচ থাকার সময়ে বার্সার খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেয়াটা কঠিন ছিল বলেছেন মার্সেলো।