বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

কংগ্রেসে প্রথম ভাষণ

যুক্তরাষ্ট্রের পুনরুত্থানের ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

কংগ্রেসের প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের পুনরুত্থানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মঙ্গলবার (৪ মার্চ) কংগ্রেসের ভাষণের বিরোধিতা করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। অনেকে মাঝপথে বেরিয়ে চলে যান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০ জানুয়ারি অভিষেকের পর কংগ্রেসে প্রথমবারের মতো ভাষণ দিলেন তিনি। মেক্সিকো, কানাডা ও চীনের বিরুদ্ধে নতুন শুল্ক নীতির পরবর্তী দিন যখন ট্রাম্প এই ভাষণ দিচ্ছেন, তখন তার সিদ্ধান্তে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ট্রাম্প ঘোষণা করেন, দেশের নাগরিকদের বলছি, আমেরিকা তার গৌরব ফিরে পেয়েছে। আমরা এমন এক প্রত্যাবর্তন করতে যাচ্ছি, যা বিশ্ববাসী কোনও দিন দেখেনি এবং ভবিষ্যতেও হয়তো দেখবে না।

সরকারি বাজেটে ভারসাম্য আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে একই সঙ্গে কর হ্রাসের জন্য আইনপ্রণেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইতোমধ্যেই ৩৬ ট্রিলিয়ন ঋণে থাকা দেশটিতে আরও পাঁচ ট্রিলিয়ন বৃদ্ধি পেতে পারে।

তার ভাষণের সময় বিভিন্নভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের হাতে থাকা কাগজে লেখা ছিল 'এটা স্বাভাবিক নয়'সহ বিভিন্নরকম স্লোগান। অনেকে আবার মাঝপথে বেরিয়ে যান।

নিজের বক্তব্যে ধনকুবের ইলন মাস্কের ভূয়ষী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে নেতৃত্ব দিচ্ছেন মাস্ক। ডোজের পরামর্শে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত লাখখানেক কর্মী ছাঁটাই করেছে। এছাড়া, বৈদেশিক সহায়তায় কোটি কোটি ডলার স্থগিতসহ রাষ্ট্রীয় বিভিন্ন খাতেও তহবিল আটকে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত