বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একের পর এক গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের সঙ্গে ২–২ ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এটি তার ক্যারিয়ারের ৯২৬ নম্বর গোল। এই গোল করেই তিনি ছুঁয়েছেন অবিশ্বাস্য এক মাইফলক।
শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটির ৪৪তম মিনিটে আব্দেররাজ্জাক হামাদাল্লাহ পেনাল্টি থেকে গোল করে আল শাবাবকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আয়মান ইয়াহহিয়ার গোলে সমতায় ফেরে আল নাসর। যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য গোল করে আল নাসরকে ফের এগিয়ে দেন রোনালদো। বিরতির পর ৬৭তম মিনিটে সমতায় ফেরে আল শাবাব।
এই গোল দিয়েই রোনালদো দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন। তার ৩০ বছরের আগে এবং ৩০ বছরের পরের গোলসংখ্যা এখন সমান- ৪৬৩টি! বেশির ভাগ ফুটবলারের ক্যারিয়ারের মূল সময় আসে ২৫ পার হওয়ার পর। আবার ৩৫ পেরোতেই পারফর্মেন্স কমতে থাকে। কিন্তু গত মাসে ৪০ পূর্ণ করা রোনালদো যেন ত্রিশের পর আরও বেশি জ্বলে উঠেছেন। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত করেছেন ৯০ গোল।
রোনালদো ৩০ পেরোনোর আগে খেলেছেন লিসবন, ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। আর ৩০ পেরোনোর পর রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড ও আল নাসরে। সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রিয়ালের হয়ে। এছাড়া ম্যান ইউতে ১৪৫, জুভেন্তাসে ১০১ গোল করেছেন। বলাবাহুল্য, বয়স ৩০ পেরোনোর পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও।