রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তানজিদ হাসান শান্ত নামে নিহতের এক বন্ধু।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে আরাফাতকে মৃত ঘোষণা করেন।
আহত শান্ত জানায়, তারা দুজনে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে। ঘটনার সময় তার বাইকটি চালাচ্ছিল আরাফাত। ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের পৌঁছালে একটি বাস তাদের পাশ দিয়ে যাওয়ার সময় চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে হেলমেট না থাকার কারণে আরাফাতের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সাথে শান্ত কিছুটা আঘাত পায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
স্বজনরা জানান, নারায়ণগঞ্জের আদমজী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরাফাত।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এসআই) মাসুদ আলম জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।