তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের লক্ষ্য ২৫২ রান। সেই লক্ষ্যে নেমে ভারত ১৭ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করেছে।
উদ্বোধনী জুটিতেই একশো তুললো ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত গিল ৩১ রান করে ফিরলে ১০৬ রানের জুটি ভাঙে।
পাওয়ার প্লের ১০ ওভারে ভারত তোলে ৬৪ রান।
অথচ টস জিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড দলীয় ১০০ রান পূর্ণ করেছিল ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে।
২০১৩ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। তার আগে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।